পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার নেতাজি ইন্ডোরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত শুধু শিক্ষকরা - Mamata Banerjee

এবার আর ছাত্রছাত্রী নয় ৷ নেতাজি ইন্ডোরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে শুধু আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষকদের ৷ ওই অনুষ্ঠানে শিক্ষারত্ন সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী ৷

ফাইল ফোটো

By

Published : Aug 23, 2019, 6:32 AM IST

কলকাতা, 23 অগাস্ট : নেতাজি ইন্ডোরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি এতদিন আমন্ত্রণ জানানো হত পড়ুয়াদেরও ৷ তৃণমূল সরকারের সেই পরম্পরায় ছেদ পড়ছে ৷ এবার নেতাজি ইন্ডোরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে শুধু ডাক পাচ্ছেন শিক্ষকরা ৷


ছাত্রছাত্রীদের উপস্থিতিতে প্রতিবছর ঘটা করে শিক্ষক দিবস পালন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও 5 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে রাজ্য সরকার শিক্ষক দিবস অনুষ্ঠান করবে ৷ তবে অনুষ্ঠান পালনে বদলে ফেলা হল পুরানো ট্রাডিশন । এবার শুধু সর্বস্তরের শিক্ষকদের উপস্থিতিতেই পালিত হবে শিক্ষক দিবস । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ অন‍্য মন্ত্রীরা । শিক্ষকদের শিক্ষারত্ন সহ বেশকিছু সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী ।

এবার ছাত্রছাত্রীদের বাদ দিয়ে শুধু শিক্ষকদের উপস্থিতি চাইছেন কেন মমতা ? উঠছে প্রশ্ন । রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি পার্শ্ব শিক্ষকদের জোরালো আন্দোলনে রীতিমতো অস্বস্তিতে রয়েছে রাজ‍্যের শাসকদল । এছাড়াও লোকসভা নির্বাচনে শিক্ষকদের বড় অংশের ক্ষোভ আছড়ে পড়েছে । শিক্ষকদের ক্ষোভে প্রলেপ দিতেই তৎপর হয়েছে তৃণমূল । আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে কার্যত শিক্ষকদের মন জয় করতে চাইছে সরকার ।

তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় অবশ্য জনসংযোগের বিষয়টি মানতে চাইলেন না ৷ বলেন, প্রতি বছর শিক্ষকদের পাশাপাশি পড়ুয়ারা থাকত ৷ এবার শুধু শিক্ষকরা থাকবেন ৷ জেলার শিক্ষকরা শিক্ষারত্ন পুরস্কার পাবেন । শিক্ষকদের উৎসাহ দেওয়ার জন‍্য এবার শিক্ষকদের আমন্ত্রণ জানানোর উদ‍্যোগ । অনুষ্ঠানে হাজির থাকার জন‍্য প্রাথমিক, মাধ্যমিক-উচ্চমাধ‍্যমিক এবং কলেজ শিক্ষকদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে বিকাশভবনের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details