কলকাতা, 17 এপ্রিল :দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম ৷ আর এই গরমে কাজের জন্য লালবাজারের ট্রাফিক বিভাগের নয়া হাতিয়ার প্রযুক্তি । তীব্র গরমে রাস্তায় নেমে ডিউটি না করলেও বসতে হবে ট্রাফিক বুথে (In Summer Lalbazar New Plan for Kolkata Traffic Sergeant) । সেখান থেকেই প্রযুক্তির সাহায্যে নজর রাখতে হবে মনিটরিং স্ক্রিনের উপর । প্রয়োজন হলে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িগুলির বিরুদ্ধে সেখান থেকেই আইনগত ব্যবস্থা নিতে পারবেন পুলিশ কর্মীরা (Traffic Police In Summer) ।
প্রতিবছরই এই গরমের সময় কলকাতা পুলিশের নগরপাল রাস্তায় নেমে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের জল, ওআরএস ও ওষুধপত্র বিতরণ করে থাকেন । এই চরম দাবদাহে যাতে রাস্তায় কর্তব্যরত কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট অসুস্থ হয়ে না পড়েন তার জন্যই এবার এই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার ।
Kolkata Traffic Police : রাস্তায় না নেমেও সামলানো যাবে ট্রাফিক, তীব্র গরমে নির্দেশ লালবাজারের - new rule for kolkata traffic police
শীত বা গ্রীষ্ম ৷ যে কোনও ঋতুতে রাস্তায় দাঁড়িয়ে পরিষেবা দিয়ে থাকেন ট্রাফিক পুলিশরা (Kolkata Traffic Police) ৷ তাঁদের কথা মাথায় রেখে এবার তীব্র গরমে নয়া ব্যবস্থা নিল লালবাজার ৷
যানজট না হলে তাঁরা বুথের ভিতর থেকে ট্রাফিক পরিচালনা করতে পারবেন (New Rule for Kolkata Traffic Police) । প্রয়োজন হলে প্রত্যেক ট্রাফিক সার্জেন্ট নিজের নিজের এলাকায় তাঁদের কর্মীদের সঙ্গে সমন্বয় সাধন করে সময় ভাগ করে বুথ থেকে ট্রাফিক সামলাতে পারবেন ।
এর ফলে যদি রাস্তায় কোনও বেপরোয়া গাড়ি নজরে আসে তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন সার্জেন্টরা পাশাপাশি নিমেষেই ট্রাফিক লঙ্ঘনকারী গাড়ি মালিকের কাছে সরাসরি এসএমএসের মাধ্যমে জরিমানা মেসেজ পৌঁছে যাবে । ফলে এই দাবদাহের কয়েকমাস তাপপ্রবাহ থেকে খানিকটা রেহাই পেতে চলেছেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে কনস্টেবলরা ।