কলকাতা, 12 মে : আজ থেকে চালু হয়েছে ট্রেন পরিষেবা । পাশাপাশি চালু হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তরও । এবার আগামীকাল থেকে কলকাতার কয়েকটি জায়গায় চলবে সরকারি বাস । আজ এমনই জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর ।
লকডাউনের তৃতীয় পর্যায়ে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে সরকার । সেইমতোই আগামীকাল থেকে কলকাতায় বিশেষ কয়েকটি রুটে চলবে সরকারি বাস ।
যেসব রুটে সরকারি বাস চলবে সেগুলি হল-
- S24হাওড়া স্টেশন থেকে কামালগাজি
- C37এসপ্ল্যানেড থেকে আমতা
- S12হাওড়া স্টেশন থেকে নিউটাউন
- S9Aডানলপ থেকে বালিগঞ্জ
- S5হাওড়া স্টেশন থেকে গড়িয়া
- S7হাওড়া স্টেশন থেকে গড়িয়া
- S9যাদবপুর থেকে করুনাময়ী
- C8জোকা থেকে বারাসাত
- ST7উল্টোডাঙা থেকে সল্টলেক
- C26হাওড়া স্টেশন থেকে বারুইপুর
- S12Dহাওড়া স্টেশন থেকে ঠাকুরপুকুর
- S9যাদবপুর থেকে করুনাময়ী
- S7হাওড়া স্টেশন থেকে গড়িয়া
- S37বারাসত থেকে গড়িয়া
- ST6টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন
আগামীকাল থেকে এই বাসগুলি পরিষেবা দেবে ঠিকই । কিন্তা তা শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পরিষেবা দেবে । অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পৌরনিগমের কর্মী, বিভিন্ন জায়গায় আটকে পড়া শ্রমিক ও মানুষদের যাতায়াতের জন্য এই বাস পরিষেবা চালু করা হচ্ছে । তবে, কোনও বাসেই 20 জনের বেশি যাত্রী উঠতে পারবে না । পাশাপাশি বাস চালক ও কনডাক্টরকে মাস্ক ও গ্লাভস পরতে হবে ।