কলকতা, 22 এপ্রিল: কলকাতায় আজ সকাল থেকে আকাশের মুখ ভার । আগামী 24 ঘণ্টাও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখি হতে পারে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । নদিয়া, হাওড়া, হুগলি, দুই পরগনা ও কলকাতাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ।
আগামীকাল উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে । তবে শুক্রবার থেকে তা বৃদ্ধি পাবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখি ও শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে কালবৈশাখি ও শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ।