পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death Row: বৈঠকে একাধিক অভিযোগ যাদবপুরের বিভাগীয় প্রধানদের, সমাধানের আশ্বাস রাজ্যপালের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Jadavpur University: রাজভবনে বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরলেন বিভাগীয় প্রধানরা ৷ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

Raj Bhavan
যাদবপুরের বিভাগীয় প্রধানদের সঙ্গে রাজ্যপালের বৈঠক

By

Published : Aug 17, 2023, 3:04 PM IST

রাজভবনে বৈঠকে একাধিক অভিযোগ যাদবপুরের বিভাগীয় প্রধানদের

কলকাতা, 17 অগস্ট: উপাচার্য, প্রো ভিসি বা উপ উপাচার্জ-সহ একাধিক খালি পদ এবং নানান সমস্যা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিলের সদস্যরা । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর পর বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে রাজভবনে বৈঠকে বসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই বৈঠকে একাধিক খামতি ও ত্রুটি নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয় । বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অভিযোগ ও ত্রুটির কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷ এমনটাই রাজভবন সূত্রে খবর । একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু নিয়ে তদন্ত কমিটি রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করেছেন বলেও খবর ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সের বিভাগের প্রধান নন্দিনী মুখোপাধ্যায় বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসি নেই ৷ বিভিন্ন বিভাগে স্থায়ী আধিকারিকরা নেই ৷ এরকম একাধিক সমস্যার রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে । এই সমস্ত পথ খালি থাকার কারণে গভর্নিং বডির একাধিক বৈঠকে নানানরকম সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে । অধিকাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করাই যাচ্ছে না । সেই সমস্যার কথাই রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে । তিনি সমস্তটাই শুনেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ।"

আরও পড়ুন:যাদবপুর নিয়ে বৈঠকে ঢুকতে বাধা, রাজ্যপাল ভয় পেয়েছেন বলে দাবি ইংরেজির বিভাগীয় প্রধানের

ছাত্র-মৃত্যু তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,তদন্ত কমিটি তার রিপোর্ট পেশ করেছে ৷ অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাজ্যপালের কাছে দেওয়া হয়েছে । তাঁর কথায়, 2002-05 সাল নাগাদ হোস্টেলের দায়িত্ব থাকা আধিকারিকরা বিভিন্ন সময় সেখানে পরিদর্শন করতেন ৷ তাঁরা বিভিন্ন সমস্যা কথা আবাসিকদের কাছ থেকে জানতেন । পাশাপাশি সমস্যার সমাধানও করতেন । ইদানিং তা হতো না বলেই অভিযোগ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিলের এই সদস্য । বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডলকে বৈঠকে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে নন্দিনী মুখোপাধ্যায় বলেন, "উনি কেন বৈঠকে ঢুকতে পারলেন না তা আমি জানি না । কিন্তু বৈঠকে তাঁর থাকার কথাই ছিল ।"

ABOUT THE AUTHOR

...view details