কলকাতা, 23 মার্চ:আগেই আদালতের কাছে পাঁচ মিনিট সময় চেয়েছিলেন (Recruitment Scam)৷ তাঁকে বলতে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷ বৃহস্পতিবার আলিপুর আদালতের (Alipore Court) বিচারক সে কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলার সুযোগ দেন ৷
বিচারক বলেন, "পার্থ বাবু কিছু বলবেন বলেছিলেন !"
প্রত্যুত্তরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Latest News) বলেন, "8 মাস ধরে জেলের কুঠুরিতে বসে আছি । নিজেই অবাক হচ্ছি । যা-ই ঘটুক না কেন, আমার বিষয়ে যা খুশি বলা হোক না কেন, সত্য একদিন প্রকাশিত হবে । আমার মন্ত্রী হওয়াটাই অপরাধ ! খুব ভালো ছাত্র না হলেও আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি । ব্রিটিশ কাউন্সিল থেকে পাশ করে কেন্দ্রীয় সংস্থায় কাজ করেছি । স্যার, কী অপরাধ ? আমার মন্ত্রী হওয়াই কি অপরাধ ?"
এরপর সিবিআই তদন্তের সম্পর্কে পার্থ বলেন, "আইনের ছাত্র হিসাবে বলছি, আট মাস ধরে বলা হচ্ছে 'প্রাইমা ফেসি'- এর মানে কী ? 5 মাস পরে তদন্তে আমার নাম আসা ‘প্রাইমা ফেসি’ থাকে কী করে ? থানায় আমার নামে অভিযোগ নেই । বিরোধী দলনেতা ছিলাম । আমাকে কেউ কখনও ‘অসৎ’ বলতে পারেনি । এখন সে কথা শুনতে হচ্ছে । 8 মাস বিনা বিচারে থাকব ! আমি বেঁচে থাকতে এই বিচার শেষ হবে ? এখানে বড় হয়েছি । একটা বংশপরিচয় আছে । আমি কোথায় পালিয়ে যাব ? আমি কোথায় পালিয়ে যাব ? শুধু কী রাজনৈতিক নেতারা প্রভাবশালী ?"