কলকাতা, 21 মার্চ:ডিএ আন্দোলন নিয়ে আরও সুর চড়াচ্ছে আন্দোলনকারীরা ৷ ডিএ মেটানোর দাবিতে এবার একাধিক কর্মসূচির ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা । আগামী 30 তারিখ মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা । এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ওইদিন গণছুটি নিয়ে শিয়ালদহ এবং হাওড়া থেকে মিছিল হবে ।
ডিএ-এর দাবিতে লাগাতার ধর্না, অনশন কর্মসূচি চালাচ্ছে আন্দোলনকারীরা ৷ ইতিমধ্যে অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন ৷ তবে আন্দোলনের পথ থেকে যে তারা সরে আসছে না তাও এদিন ফের স্পষ্ট করে দিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা ৷ আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, 30 মার্চ মিছিল করে আন্দোলনকারীরা যোগ দেবেন শহীদ মিনারের ধর্নামঞ্চে । সেখানেই পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে ৷
অন্যদিকে আগামী 10 ও 11 এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসার কথা আছে আন্দোলনকারীদের ৷ যদিও আন্দোলনকারীদের দাবি, এদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়ে আদতে শাপে বর হয়েছে তাদের ৷ কারণ হিসাবে আন্দোলনকারীদের ব্যাখ্যা, যেহেতু দিল্লিতে ধর্নায় বসার পূর্ব পরিকল্পনা তাদের ছিলই, এবং সে সময়তেই সুপ্রিম কের্টে শুনানির দিন ধার্য করা হয়েছে ফলে আন্দোলনকারীদের সকলেই থাকতে পারবেন ৷