কলকাতা, 16 মে: আজ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধ করতে রাজ্যজুড়ে শুরু হচ্ছে কড়া বিধি-নিষেধ । শনিবারই নবান্ন থেকে এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে । কলকাতা পৌরনিগম নবান্ন থেকে জারি করা নির্দেশিকা বলবৎ করবে । কলকাতা পৌরনিগমের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা থাকবে । করোনার ভ্যাকসিনেশন কেন্দ্র, জঞ্জাল সাফাই, স্বাস্থ্য দফতর নিয়মমাফিক খোলা থাকবে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের 145টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ করা হচ্ছে । আগামী 15দিন পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণের কাজ চলবে । আগামী কয়েকদিন সরকারি নিয়ম মেনেই করোনার টিকাকরণ-সহ সব জরুরি পরিষেবা সচল থাকবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ।
ফিরহাদ আরও জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের জরুরি পরিষেবার কর্মীরা যেভাবে কাজ করছিলেন তাঁরা ঠিক একইভাবে কাজ করবেন আগামী 15 দিন । সেইসঙ্গে খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোলরুম । এদিন তিনি জানিয়েছেন কলকাতা পৌরনিগমের সঙ্গে জড়িত জরুরি পরিষেবাগুলি আগামী 15 দিন একইভাবে চলবে । কলকাতা পৌরনিগমের যাঁরা শিক্ষক-শিক্ষিকা আছেন তাঁদের পৌরনিগমের স্বাস্থ্যবিভাগে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখার কাজের দায়িত্ব দেওয়া হবে ।