লখনউ, 1 অগস্ট : "খেলা হবে"-কে কটাক্ষ করে "নরেন্দ্র মোদির মেলা থাকবে" বললেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রামদাস আঠওয়ালে (Ramdas Athawale) ৷ সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (UP Election 2022) ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন তিনি ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁর রিপাবলিকান পার্টির (Republican Party of India) জোট গড়তে মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এই অবস্থায় দেশের রাজনৈতিক মহল যাঁকে বিরোধী জোটের সম্ভাব্য মুখ হিসেবে দেখছে, যাঁর নেতৃত্বে দেশজুড়ে বিজেপি-বিরোধী জোট তৈরি হচ্ছে, সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রামদাস ৷
গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ দেশে "খেলা হবে" (Khela Hobe) বলেছেন ৷ আমি বলছি, 2024-এ খেলা হবে না, 2024-এ নরেন্দ্র মোদির মেলা থাকবে ৷ দেশে আরও একবার নরেন্দ্র মোদি সরকার বানাবেন ৷" পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) হারকে গুরুত্ব না দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 100-র কাছাকাছি এমন অনেক আসন বিজেপির হাতছাড়া হয়েছে মাত্র 1000 বা 2000 ভোটের জন্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ কিন্তু তাঁর বক্তব্য, "মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব অবধিই চিন্তা করা উচিত ৷ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা উচিত নয় ৷" এমনকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে জোর দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে হতে পারে যে তিনি পরের বার মুখ্যমন্ত্রীর কুর্সিও হারালেন ৷"