পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ramdas on Mamata : 2024-এ খেলা হবে না, থাকবে মোদির মেলা ; মমতাকে কটাক্ষ রামদাসের - খেলা হবে

দেশ থেকে বিজেপি হঠাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বাঁধছে বিরোধী দলগুলি ৷ এমনকি অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করছেন ৷ এই পরিপ্রেক্ষিতে মমতাকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ৷

রামদাস আঠওয়ালে
রামদাস আঠওয়ালে

By

Published : Aug 1, 2021, 2:17 PM IST

লখনউ, 1 অগস্ট : "খেলা হবে"-কে কটাক্ষ করে "নরেন্দ্র মোদির মেলা থাকবে" বললেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রামদাস আঠওয়ালে (Ramdas Athawale) ৷ সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (UP Election 2022) ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন তিনি ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁর রিপাবলিকান পার্টির (Republican Party of India) জোট গড়তে মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এই অবস্থায় দেশের রাজনৈতিক মহল যাঁকে বিরোধী জোটের সম্ভাব্য মুখ হিসেবে দেখছে, যাঁর নেতৃত্বে দেশজুড়ে বিজেপি-বিরোধী জোট তৈরি হচ্ছে, সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রামদাস ৷

গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ দেশে "খেলা হবে" (Khela Hobe) বলেছেন ৷ আমি বলছি, 2024-এ খেলা হবে না, 2024-এ নরেন্দ্র মোদির মেলা থাকবে ৷ দেশে আরও একবার নরেন্দ্র মোদি সরকার বানাবেন ৷" পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) হারকে গুরুত্ব না দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 100-র কাছাকাছি এমন অনেক আসন বিজেপির হাতছাড়া হয়েছে মাত্র 1000 বা 2000 ভোটের জন্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ কিন্তু তাঁর বক্তব্য, "মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব অবধিই চিন্তা করা উচিত ৷ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা উচিত নয় ৷" এমনকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে জোর দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে হতে পারে যে তিনি পরের বার মুখ্যমন্ত্রীর কুর্সিও হারালেন ৷"

আরও পড়ুন : Next Prime Minister : মমতাকে প্রধানমন্ত্রী চেয়ে কপিল মুনির আশ্রমে পুজো মন্ত্রীর

দেশে যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) হিসেবে রয়েছেন, তত দিন কারওর প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টাও করা উচিত নয় বলে হুঁশিয়ার করেছেন মন্ত্রী রামদাস ৷ পরের বার লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) রিপাবলিকান পার্টি (Republican Party of India) বিজেপির (BJP) সঙ্গে একযোগে লড়বে ৷ তিনি বলেন, "উত্তরপ্রদেশের নির্বাচনেও আমার দল বিজেপির সঙ্গে জোট গড়ে লড়বে ৷" আর তাতে লাভ নাকি বিজেপির হবে বলে দাবি করেছেন রিপাবলিকান এই নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details