কলকাতা, 12 এপ্রিল : পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে 77 টি আসন পেয়েছে বিজেপি । তবে আরও 13 টি আসনে বিজেপির জয়লাভের সম্ভাবনা ছিল বলে বিজেপি সূত্রে খবর। ওই কেন্দ্রগুলিতে বিজেপি ৪ হাজারেরও কম ব্যবধানে হেরেছে ৷ এ নিয়ে একটি গোপন রিপোর্ট জমা পড়ল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ।
রিপোর্ট অনুযায়ী, দাঁতন বিধানসভা কেন্দ্রে 775, তমলুকে 793, জলপাইগুড়ি সদর 941, মহিষাদলে 2384, নারায়ণগড় 2416, বারওয়ানে 2749, বড়জোড়ায় 3262, রানিগঞ্জে 3369, দুর্গাপুর পূর্বে 3746, পাণ্ডবেশ্বরে 3803, হাবড়ায় 3841, রানিবাঁধে 3939, বৈষ্ণবনগরে 2471 ভোটে হেরে যায় বিজেপি ।
সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিজেপি যদি এই বিধানসভা কেন্দ্রগুলিতে জয়লাভ করতে পারত, তাহলে রাজ্যে মোট আসন সংখ্যা 77 থেকে বেড়ে 90-তে পৌঁছে যেত ।