পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ভ্যাপসা গরমে পুড়বে দক্ষিণ, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ৷ বরং তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

Summer in Bengal
বঙ্গে তাপমাত্রা

By

Published : Apr 5, 2023, 6:38 AM IST

Updated : Apr 5, 2023, 7:11 AM IST

আগামী ক'দিন আবহাওয়া কেমন থাকবে তা জানালেন আলিপুরের আধিকারিক উমাকান্ত সাহা

কলকাতা, 5 এপ্রিল: মেঘের আনাগোনা বা আকাশ আংশিক মেঘলা হলেও আপাতত তা বৃষ্টির ইঙ্গিত নয় ৷ বরং আগামী কয়েকদিন কার্যত গ্রীষ্মের দাবদাহই সহ্য করতে হবে বাংলার মানুষকে ৷ ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে ৷ মঙ্গলবার দিনভর গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছিল ৷ আলিপুর হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের আগামী পাঁচদিনে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ৷ দু-এক পশলা যদিও বা হয়, তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য ৷ আবহাওয়া স্বস্তিদায়ক করার বদলে প্যাচপ্যাচে গরম বাড়াবে ৷

ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ 34 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করেছে ৷ আগামীতে তা আরও বাড়তে পারে ৷ আলিপুর আবহাওয়া অফিসের কর্তব্যরত আধিকারিক উমাকান্ত সাহা বলেন, "কলকাতায় আগামী 24 ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ পরবর্তী তিন-চার দিন মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ৷ সঙ্গে গরম বাড়বে ৷"

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি- এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ দক্ষিণবঙ্গে শুধু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত থাকার কথা ৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে ৷ সর্বোচ্চ তাপমাত্রা গোটা পশ্চিমবাংলায় আগামী 5 দিনে 2-4 ডিগ্রি বৃদ্ধি পাবে ৷ কলকাতার ক্ষেত্রেও আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা 2-4 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা আছে ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়নি ৷ আজ বুধবার দিনের আকাশ রৌদ্রজ্বল ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: প্রেম ও ভালোবাসার দিন কুম্ভ রাশির জাতকদের

Last Updated : Apr 5, 2023, 7:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details