পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: আকাশে মেঘ, আইপিএলের আনন্দে বাধা হবে বৃষ্টি ? - আকাশ মেঘলা

তাপপ্রবাহ কেটে বঙ্গবাসীকে রেহাই দিয়েছে বৃষ্টি ৷ তাপমাত্রাও কমেছে ৷ এর মধ্যে আজ ইডেনে আইপিএল ম্যাচ ৷ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ হতে পারে বৃষ্টিও ৷ তার জেরে কী মাটি হবে আইপিএলের আনন্দ ?

Kolkata Weather
ইডেন

By

Published : Apr 23, 2023, 6:57 AM IST

কলকাতা, 23 এপ্রিল: উৎসবের আবহ বঙ্গে ৷ এমন আবহে বাড়তি মাত্রা যোগ করেছে আইপিএল ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগ্রহ তুঙ্গে ৷ এই পরিস্থিতিতে কি বৃষ্টি কাঁটা হতে পারে ? হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ কলকাতাও সেই তালিকায় রয়েছে ৷ ফলে রবিবার সন্ধ্যার ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷

ক্রিকেটপ্রেমীরা বৃষ্টির শঙ্কায় চিন্তিত হতে পারেন কিন্তু আমজনতা আনন্দিত হবেন ৷ ইতিমধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিশেষত দার্জিলিং, কালিম্পংয়ে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ৷ এমনকী শিলাবৃষ্টিও হয়েছে ৷ শনিবার দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হয়েছে ৷ শুক্রবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ 40 ডিগ্রি বা তার উপরে উঠেছিল ৷ কিন্তু বিকেলে তা 4-5 ডিগ্রি নেমে যায় ৷

তাপপ্রবাহের গত কয়েকদিনের চেনা ছবি শনিবার সকাল থেকে উধাও ৷ এদিন রাজ্যের কোনও জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি স্পর্শ করেনি ৷ বদলে 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে ৷ রাজ্যের উষ্ণতম জায়গা ছিল বেরহামপুর (38.5 ডিগ্রি সেলসিয়াস) এবং কৃষ্ণনগর (38.2 ডিগ্রি সেলসিয়াস) ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চল সল্টলেক, দমদম, ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রির কাছাকাছি ছিল ৷

আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই ৷ সহ্যের মধ্যে থাকা গরমে গ্রীষ্মকাল কাটাবে রাজ্য ৷ পশ্চিমের শুষ্ক বাতাসের তুলনায় বঙ্গোপসাগরের দক্ষিণী বাতাস প্রবেশ করেছে বাংলায় ৷ ফলে ঘর্মাক্ত গরমের পরিচিত ছবি ফিরবে ৷ একই সঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে ৷ তবে মুষলধারায় বৃষ্টির বদলে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে গরমের ঊর্ধ্বমুখী যাত্রায় রাশ পড়বে ৷ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 71 শতাংশ এবং সর্বনিম্ন 30 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: ছুটির দিনে পরিবারের সঙ্গে আনন্দে কাটাবেন কোন রাশির জাতক-জাতিকারা

ABOUT THE AUTHOR

...view details