কলকাতা, 24 নভেম্বর: বৃষ্টি উধাও। হেমন্তের শেষে হিমেল হাওয়ার হাত ধরে কবে শীত,তারই প্রত্যাশায় বঙ্গ। শীতল নভেম্বরের শেষে ঠান্ডা পড়বে বলে মনে হয়েছিল আগেই। নির্দিষ্ট সময়ের আগেই জেলায় পারদ পতনের সম্ভাবনা আছে (imd weather forecast winter will set in soon)। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই । এরইমধ্যে বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হল 16.3 ডিগ্রি সেলসিয়াস । এ পর্যন্ত এটাই মরশুমের শীতলতম দিন ।
বর্ষার মত শীত আসার কোনও নির্দিষ্ট তারিখ মেনে আসে না ৷ তাই অপেক্ষাই একমাত্র রাস্তা ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জাঁকিয়ে শীত পড়তে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে । কলকাতার ছবিটা প্রায় একইরকম। তবে বৃহস্পতিবার থেকেই পারদের নিম্নগতি কিছুটা হলেও শুরু হবে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন,“ কোনও ঘুর্নাবর্ত বা নিম্নচাপের ইঙ্গিত নেই পশ্চিমবঙ্গের ওপর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতে তাপমাত্রারও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ৷ বর্তমানে যেরকম চলছে সেই রকমই চলবে । পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা একটু কম রয়েছে। সেই কারণে পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে একটু ঠান্ডা থাকছে।