পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: কলকাতা 40, সল্টলেক 41; পানাগড় 42 ! রাজ্যজুড়ে তাপপ্রবাহের প্রতিযোগিতা - রাজ্যজুড়ে দাবদাহের প্রতিযোগিতা

কলকাতার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে ৷ সল্টলেকে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি ৷ পানাগড়ে এই তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Apr 14, 2023, 7:20 AM IST

Updated : Apr 14, 2023, 8:03 AM IST

কলকাতা, 14 এপ্রিল: বৈশাখের আগেই সূর্যের তেজ জ্বালা ধরাচ্ছে ৷ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবাহাওয়াবিদরা ৷ ইতিমধ্যেই তাপমাত্রায় কৃষ্ণনগরকে টেক্কা দিয়েছে সল্টলেক ! দক্ষিণবঙ্গের মধ্যে কৃষ্ণনগরে গরম ও শীত- দুটোই বেশি মাত্রায় অনুভূত হয় । বৃহস্পতিবার কৃষ্ণনগরে 40.2 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সল্টলেকের তাপমাত্রা 41 .1 ডিগ্রি সেলসিয়াস । কলকাতা ও তার আশপাশের অঞ্চল আলিপুর, ব্যারাকপুরেও পারদ যথাক্রমে 40 ডিগ্রি এবং 40.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । দমদমে প্রায় 40 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা । এখানে বৃহস্পতিবারের তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াস । রাজ্যের উষ্ণতম স্থান পানাগড় । সেখানে বৃহস্পতিবার পারদ চড়েছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস ।

পারদ চড়ার নিরিখে দ্বিতীয় স্থানে বাঁকুড়া । এদিন সেখানে তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রার এই প্রতিযোগিতায় তৃতীয় স্থানে বর্ধমান (41.4 ডিগ্রি) । দক্ষিণবঙ্গের কোথাও পারদ 40 ডিগ্রি, কোথাও আবার 40 ডিগ্রি অতিক্রম করে গিয়েছে । উত্তরবঙ্গের প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মালদায় 39.3 ডিগ্রি এবং বালুরঘাটে 38.5 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর হাত্তয়া অফিস পূর্বাভাস অনুযায়ী গরম দ্রুত রূপ বদলাচ্ছে ৷ এর আগে আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে গরমে নাজেহাল হতে হত । দু-একদিন পারদ চড়লেও মাঝে মধ্যে ঝড়বৃষ্টিতে আবহাওয়া একটু ঠান্ডা হত । কিন্তু চলতি গ্রীষ্মে চৈত্র মাসের শেষ দুই সপ্তাহ তাপমাত্রা উচ্চগতিতে ব্যাটিং করছে ।

পাশাপাশি উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক বাতাস প্রচুর পরিমাণে বাংলায় ঢুকে পড়েছে ৷ তাই এবার গরমের চরিত্র বদল হয়েছে । এতদিন শীতে ত্বক ফাটত, এবার গরমে ঠোটঁ-গাল ফেটে যাচ্ছে । শরীরও শুষ্ক ও উষ্ণ। আপাতত আগামী সোমবার পর্যন্ত বাংলা জুড়ে তাপপ্রবাহ চলবে বলে জানা গিয়েছে । শুকনো বাতাস যা 'লু' নামে পরিচিত তার দাপটও থাকবে । ফলে হাওয়া অফিস জনজীবনের জন্য বেশ কিছু সতর্কতা জারি করেছে । বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন ছাড়া বেরতে নিষেধ করা হচ্ছে । আর বেরলেও হালকা পোশাক, মাথায় ছাতা, চোখে রোদ চশমা দেওয়ার কথা বলা হয়েছে । পাশাপাশি সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল খাওয়া, দিনে অন্তত দু’বার স্নান করা, হালকা সহজ পাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস ।

আরও পড়ুন:চৈত্র সংক্রান্তিতে খরচের বন্যা কোন রাশির, নক্ষত্রের ইতিবাচক প্রভাবে প্রাপ্তি সিংহ রাশির

এই গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে । এই সংক্রান্ত লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে । হাওয়া অফিস জানিয়েছে, গরমের এই লম্বা পর্বে খাদ্য শস্য, সবজি ও আনাজের উৎপাদন এবং আমের ফলনেও ক্ষতি হবে । আপাতত আগামী 5 থেকে 7 দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি হয়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 77 ও 23 শতাংশ । শুক্রবার তীব্র গরম, অস্বস্তিকর পরিস্থিতি জারি থাকবে । আইপিএলের খেলা দেখতে যাওয়া দর্শকদের তীব্র গরম সহ্য করতে হবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

Last Updated : Apr 14, 2023, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details