পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কমলেও, উত্তরবঙ্গে অব্যাহত থাকবে বৃষ্টি - উত্তরবঙ্গ অব্যাহত বৃষ্টি

দক্ষিণবঙ্গে রৌদ্রজ্বল দিনে চড়বে পারদ ৷ তবে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা (IMD weather Forecast) কিন্তু তার কোনও প্রভাব পড়বে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৷ উলটে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update
প্রতীকী ছবি

By

Published : Mar 24, 2023, 9:34 AM IST

Updated : Mar 24, 2023, 11:40 AM IST

উত্তরবঙ্গে অব্যাহত থাকবে বৃষ্টি

কলকাতা,24 মার্চ: রৌদ্রজ্বল দিনে পারদ চড়বে দক্ষিণবঙ্গে (West Bengal Weather) । আর উত্তরবঙ্গে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ যদিও তা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় প্রভাব ফেলবে না। বাড়বে গরম। পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার উন্নতি হচ্ছে ৷ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি ৷ উপরের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ''আগের পূর্বাভাসে বলা হয়েছিল 23 তারিখ থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। আশা করি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে । 24 তারিখ, এবং আগামিকাল 25 তারিখ পর্যন্ত আকাশ পরিস্কার থাকবে । তবে উত্তরবঙ্গে মাধে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হবে।''

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ প্রথম 48 ঘণ্টায় দুই দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টি হবে । বৃষ্টি হলেও তাপমাত্রা প্রথম 48 ঘণ্টায় একটু বাড়বে । দিনের বেলা আকাশ যেহেতু মেঘ মুক্ত ও পরিষ্কার এবং উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া থাকবে, ফলে প্রথম দু’দিনে 2 ডিগ্রি বাড়বে তাপমাত্রা । কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। মানে গত কয়েকদিনে তাপমাত্রা যেভাবে নেমেছিল এবার তার পরিবর্তন হতে চলেছে ।

আরও পড়ুন :প্রেমে পড়তে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা

উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই দিনের বেলার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ৷ দু’দিন পর থেকেও যে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে এমনটা ভাবছে না আবহাওয়া দফতর । বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 91 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি ।

Last Updated : Mar 24, 2023, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details