কলকাতা, 21 মে: কখনও বৃষ্টি কখনও গরম, মিশ্র আবহাওয়া বঙ্গে ৷ গ্রীষ্ম শেষে দুয়ারে বর্ষার হাজিরা দেওয়ার জোরালো ইঙ্গিত মিলছে ৷ এই অবস্থায় গরম এবং বৃষ্টি মিলেমিশে অস্বস্তিতে জনজীবন ৷ তবে এর মধ্যে কিছুটা হলেও আশার খবর দিয়েছে হাওয়া অফিস ৷
আলিপুর হাওয়া অফিসের আধিকারিক গণেশকুমার দাস জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ এটি অবস্থান করছে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত ৷ এর প্রভাবে সিকিম এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ ফলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে একটু দেরি হচ্ছে ৷ সোমবারের পর আরও বেশি সক্রিয় হবে ৷ সোমবার থেকে পশ্চিম দিকে যাবে এই জলীয়বাষ্প ৷
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতে আগামী 4-5 দিন হালকা থেকে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে ৷ ঝড় বা শিলাবৃষ্টিও হতে পারে ৷ মালদা, দুই দিনাজপুরে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ৷
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দুই মেদিনীপুর, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হতে পারে ৷ মাঝে কমলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ এমনকী শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷