কলকাতা, 20 জুলাই:ক্যালেন্ডারে শ্রাবণ মাস ৷ হিসেব মতো ভরা বর্ষার সময় ৷'মন মোর মেঘের সঙ্গী/ উড়ে চলে দিগ্দিগন্তের পানে/ নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে'- সকলের মন হয়তো এটাই বলতে চায় ৷ তবে এবারের ছবিটা বেশ খানিকটা আলাদা ৷ শ্রাবণের চেনা রিমঝিম বৃষ্টি নেই ৷ ইতিমধ্যে বর্ষার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচদিনে বর্ষার ঘাটতি কমার কোনও লক্ষণ নেই ।
তবে দেশের একটা অংশে প্লাবন চলছে। ভারী বৃষ্টির দাপটে জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা উচিত তা নিয়ে চিন্তিত প্রশাসনের কর্তারা। সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে । অথচ সেই বর্ষাই বঙ্গে বড় কৃপন! উত্তরবঙ্গে কিছুটা দরাজ হলেও, দক্ষিণবঙ্গ দুয়োরানি। হাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূণাবর্ত সৃষ্টি হয়েছে । তা নিম্নচাপেও পরিণত হবে । তবে তার অভিমুখ ওড়িশা- অন্ধ্রপ্রদেশের দিকে । ফলে বাংলার তেমন কোনও লাভ নেই ।
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী 4-5 দিন দুই বঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি হবে না । আগামী পাঁচ দিনের তাপমাত্রার কোথাও বিশেষ কোনও পরিবর্তন নেই । কলকাতায় আংশিক মেঘলা আকাশ ও মাঝেমধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোথাও তেমন কোনও সম্ভাবনা নেই ।"