পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 20, 2023, 7:27 AM IST

Updated : Jul 20, 2023, 7:39 AM IST

ETV Bharat / state

West Bengal Weather Update: প্রভাব নেই নিম্নচাপের, অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্য

দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হলেও তার প্রভাব বঙ্গে পড়বে না ৷ অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা বেড়ে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কলকাতা, 20 জুলাই:ক্যালেন্ডারে শ্রাবণ মাস ৷ হিসেব মতো ভরা বর্ষার সময় ৷'মন মোর মেঘের সঙ্গী/ উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে/ নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে'- সকলের মন হয়তো এটাই বলতে চায় ৷ তবে এবারের ছবিটা বেশ খানিকটা আলাদা ৷ শ্রাবণের চেনা রিমঝিম বৃষ্টি নেই ৷ ইতিমধ্যে বর্ষার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচদিনে বর্ষার ঘাটতি কমার কোনও লক্ষণ নেই ।

তবে দেশের একটা অংশে প্লাবন চলছে। ভারী বৃষ্টির দাপটে জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা উচিত তা নিয়ে চিন্তিত প্রশাসনের কর্তারা। সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে । অথচ সেই বর্ষাই বঙ্গে বড় কৃপন! উত্তরবঙ্গে কিছুটা দরাজ হলেও, দক্ষিণবঙ্গ দুয়োরানি। হাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূণাবর্ত সৃষ্টি হয়েছে । তা নিম্নচাপেও পরিণত হবে । তবে তার অভিমুখ ওড়িশা- অন্ধ্রপ্রদেশের দিকে । ফলে বাংলার তেমন কোনও লাভ নেই ।

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী 4-5 দিন দুই বঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি হবে না । আগামী পাঁচ দিনের তাপমাত্রার কোথাও বিশেষ কোনও পরিবর্তন নেই । কলকাতায় আংশিক মেঘলা আকাশ ও মাঝেমধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোথাও তেমন কোনও সম্ভাবনা নেই ।"

তিনি আরও জানান, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর ফলে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিন্তু দূরত্ব বেশি হওয়ায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রভাব পড়বে না। তাই আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকবে । কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে ৷

আরও পড়ুন:আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন আপনার রাশিতে গ্রহের অবস্থান

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাবাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলিসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

Last Updated : Jul 20, 2023, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details