কলকাতা,1 নভেম্বর:নরম রোদের মনোরম অনুভূতি ও রাতে হালকা ঠান্ডার আমেজে আপাতত কয়েকদিনের জন্য ছেদ। এক কথায় হঠাৎ উধাও হতে পারে হেমন্তের চেনা ছবি ৷ এই পরিবর্তনের অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝার হানা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই হালকা বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে ৷
মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও পূব দিক থেকে আসা হাওয়ার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে । আগামি কয়েকদিন উত্তর-পূর্ব ও পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পাবে। আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙের বেশ কয়েকটি এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে ।
পাশাপাশি দক্ষিণবঙ্গের 6টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷ আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে আকাশ মেঘলা এবং তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় শীতের আমেজ কমতে পারে ।