কলকাতা, 28 নভেম্বর:আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ঘনিয়ে ওঠা নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিমে সরবে ৷ 1 ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । ফলে হেমন্তের আবহে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে । ঘূর্ণিঝড়টি যেহেতু দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে সরতে পারে, সেক্ষেত্রে 6 ডিসেম্বর নাগাদ বাংলা এবং ওড়িশার উপকূলে তা পৌঁছতে পারে । যার প্রভাবে বঙ্গের শীতের আগমনে বাধা সৃষ্টি করতে পারে । এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে ৷ আবহাওয়া অফিসের এই পূর্বাভাস নিসঃন্দেহে শীত বিলাসীদের আশায় জল ঢেলেছে, তা বলার অপেক্ষা রাখে না ৷
ইতিমধ্যেই গত কয়েক দিনের তুলনায় ঠান্ডার শিরশিরানি অনেকটাই কমেছে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে ৷ তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিও মধ্যে বিশেষত পশ্চিমের জেলাগুলোতে অন্য চিত্র ৷ এই সমস্ত জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে । ফলে সেখানে ঠান্ডার শিরশিরানি নয় শীতের আমেজ বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে । উত্তরবঙ্গেও শীতের আগমন ভালোভাবে অনুভব করছেন সেখানের বাসিন্দারা । বিশেষ করে উপরের পাঁচটি জেলায় শীতের অনুভূতি জোরালো। তার উপর দার্জিলিং এবং কালিম্পংয়ে শুক্রবার হালকা বৃষ্টি হয়েছে । যা সেখানে শীতের অনুভূতি বেশ ভালোরকম বাড়িয়েছে । যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই ।