কলকাতা, 1 সেপ্টম্বর:বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী অগস্ট মাসের শেষ দিন থেকেই দক্ষিণবঙ্গের 'হওয়া বদল'-এর পূর্বাভাস মিলেছিল ৷ বাস্তবেও সেই ছবি ধরা পড়ল। বৃহস্পতিবার দুপুরে কলকাতা শহরের বেশ কিছু অংশে প্রবল বৃষ্টি হয় ৷ তার জেরে জল জমে যায় রাস্তায়। হঠাৎ বৃষ্টিতে দূর্ভোগে পড়েন অনেকে। শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপূর্ব-বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী-অক্ষরেখা। বঙ্গোপসাগরে উত্তর দক্ষিণ দিকেও একটি আলাদা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। তার প্রভাব পড়বে কলকাতায়। শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দুই 24 পরগনায় বৃষ্টি হতে পারে। বাকি জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেপ্টেম্বরের 7 তারিখ নাগাদ বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে । সামগ্রিকভাবে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে। মালদা এবং দুই দিনাজপুর অর্থাৎ নীচের দিকের জেলাগুলিতে বৃষ্টি সেভাবে হবে না। তাপমাত্রার বাড়বে সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ মৌসুমি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপর ৷ ঘূর্ণবর্তের কারণে প্রচুর মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপর । এর ফলে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনায়।
আরও পড়ুন:প্রেমের সম্পর্কে দুঃখ কর্কট রাশির ব্যক্তিদের, বাকিদের কেমন কাটবে ?
বৃহস্পতিবার কলকাতাতেও দফায় দফায় 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে । আজ শুক্রবার উপকূলের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উত্তরবঙ্গে আগামী 4-5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া ঘর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বৃষ্টি হবে ৷ এদিকে বৃহস্পতিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 27.1 এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 62 মিলিমিটার। আগামিকাল রবিবার থেকে কলকাতায় তাপমাত্রা কমতে পারে। আগামী 5-7 দিন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু খানিকটা সক্রিয় থাকবে ৷