কলকাতা, 11 সেপ্টেম্বর:সপ্তাহের শেষে বিশ্বকর্মা পুজো। আর মাস খানেক বাদে দুর্গাপুজো। শরতের আকাশ মানেই পেঁজা তুলোর মতো মেঘ ৷ কিন্তু চলতি বছরে এখনও বঙ্গবাসী সেই দৃষ্টি সুখ থেক বঞ্চিত ৷ বদলে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে। কখনও রোদ কখনও মেঘ এবং কখনও আবার বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনায় পুজোর আবহ জমেও যেন জমছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।
গত কয়েকদিনে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরে এসেছে। মঙ্গলবার পর্যন্ত এই আর্দ্রতাজনিত গরম চলবে । দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । মেঘ যেখানে জমছে সেখানেই বৃষ্টি চলছে। আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতার ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে।
তাহলে কি ভাদ্রমাসের ভ্যাপসা গরমে জনজীবনকে নাজেহাল হতে হবে ? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার উপর অবস্থান করছিল। সেটি আরও সরে গিয়েছে। বঙ্গোপসাগরের উপর আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেটি দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে । তার প্রভাবে 13 সেপ্টেম্বর থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ মানে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে ।