কলকতা, 6 জুলাই: নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ৷ এবারের নির্বাচন ভরা বর্যায় ৷ ভোটের সময়ে আবাহওযা কেমন থাকবে ? তা নিয়ে জল্পনা চলছে। ছাতা নিয়ে জল-কাদা ডিঙিয়ে কি ভোটাধিকার প্রায়োগ করতে হবে রাজ্যবাসীকে ? এই সব পশ্নের উত্তর দিল আবাহাওয়া দফতর ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী পঞ্চায়েত ভোট এবং ফলাফলের দিন উত্তরবঙ্গের আকাশে দূর্যোগের ঘনঘটা থাকবে ।
প্রথম তিনদিন উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তুলনায় মালদা, দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন বৃষ্টির দাপট সেভাবে নেই । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য ভাবে বাড়বে না। 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "ভোটের দিন উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম । কলকাতায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে । দক্ষিণবঙ্গেও অন্যান্য জেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে ।
শুধু নির্বাচনের দিনই নয়, গণনার দিন উত্তরবঙ্গের উপরে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোচবিহার আলিপুরদুয়ার-সহ রাজ্যের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে । চলতি বর্যার মরশুমের শুরুতেই বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে । উত্তরবঙ্গে গতবছরের মত এবছরও পর্যাপ্ত বৃষ্টি হয়েছে । দক্ষিনবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হলেও পূর্বদিকের জেলাগুলোতে বৃষ্টির ঘাটতি রয়ে যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর ।