কলকাতা, 13 অক্টোবর:রাত পোহালেই মহালয়া । তারপর দেবীপক্ষের শুরু। উৎসবের আবহে বৃষ্টি কাঁটা হবে কি না তা নিয়ে রাজ্যবাসীর মধ্যে আশঙ্কা ছিল। তবে তা এবার খানিকটা দূর হতে চলেছে ৷ মহলয়ায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই । পাশাপাশি পুজোর আবহাওয়া কেমন থাকবে তা দু-একদিনের মধ্যেই জানিয়ে দেবে হাওয়া অফিস ৷ এই বছর বঙ্গে বর্ষা দেরিতে প্রবেশ করেছে ৷ তবুও নির্ধারিত সময়ের আগেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে বঙ্গ থেকে। এমনটাই জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । উৎসবের মরশুমে অনেকটাই স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে ৷
রাজ্যে পুজোর আবহাওয়া কেমন থাকবে সেই প্রসঙ্গে তিনি বলেন, "আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বিশেষত উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গিয়েছে । দিনের আকাশ মেঘমুক্ত ৷ ফলে গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে।"