পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: মহালয়ায় বৃষ্টি নেই, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের, পুজোয় কী হবে ? - দেবীপক্ষের সূচনা

মহালয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনায় প্রায় নেই বললেই চলে। উপকূলবর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

WB Weather Update
মহালয়ায় বৃষ্টি নেই

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 9:35 AM IST

Updated : Oct 13, 2023, 9:46 AM IST

মহালয়ায় বৃষ্টি নেই

কলকাতা, 13 অক্টোবর:রাত পোহালেই মহালয়া । তারপর দেবীপক্ষের শুরু। উৎসবের আবহে বৃষ্টি কাঁটা হবে কি না তা নিয়ে রাজ্যবাসীর মধ্যে আশঙ্কা ছিল। তবে তা এবার খানিকটা দূর হতে চলেছে ৷ মহলয়ায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই । পাশাপাশি পুজোর আবহাওয়া কেমন থাকবে তা দু-একদিনের মধ্যেই জানিয়ে দেবে হাওয়া অফিস ৷ এই বছর বঙ্গে বর্ষা দেরিতে প্রবেশ করেছে ৷ তবুও নির্ধারিত সময়ের আগেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে বঙ্গ থেকে। এমনটাই জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । উৎসবের মরশুমে অনেকটাই স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে ৷

রাজ্যে পুজোর আবহাওয়া কেমন থাকবে সেই প্রসঙ্গে তিনি বলেন, "আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বিশেষত উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গিয়েছে । দিনের আকাশ মেঘমুক্ত ৷ ফলে গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে।"

পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, আগামিকাল শনিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গের আকাশ শুকনো থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনায় প্রায় নেই বললেই চলে। উপকূলবর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানেও তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । আগামী এক-দু'দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে বঙ্গ থেকে ।

আরও পড়ুন:আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা কোন রাশির ভাগ্যে, জানুন রাশিফলে

বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ। শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।

Last Updated : Oct 13, 2023, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details