কলকাতা, 27 অক্টোবর:এ যেন শেষ হয়েও হইল না শেষ ৷ পুজোর শেষ হতেই শুরু হয়েছেকার্নিভাল । আজ রাজ্যসরকার পক্ষ থেকে রেড রোডে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে ৷ শুধু তাই নয় ইডেনে বিশ্বকাপ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ঢিল ছোড়া দুরত্বে হচ্ছে এই পুজো কার্নিভাল। এই জোড়া আনন্দের আবহে বৃষ্টি তাল কাটতে পারে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ? তাতেই ভরসা দিল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ হেমন্তের বাতাসে ঠন্ডার আমেজ। তাই এই বছর গরমের মধ্যে কার্নিভালের মজা উপভোগ করতে হবে না ৷
ইতিমধ্যেই আর্দ্রতা কাটিয়ে রুক্ষতার পরশ মিলতে শুরু করেছে বাতাসে । নিম্নচাপ- ঘুর্ণিঝড় সরতেই ঋতু পরিবর্তনের আঁচ মিলছে। উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। ফলে শিরশিরানি ভাব যে অনুভূত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস অবশ্য এই পরিস্থিতিকে শীতের আগমনী বলতে নারাজ। তবে রোদের তাপ অনেক নরম হয়েছে। সূর্য ডুবলে মনোরম হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ৷ হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে ঝড় বৃষ্টির আর সম্ভাবনা নেই । উত্তুরে ঠান্ডা বাতাস যে ঢুকছে তা বোঝা হচ্ছে । পশ্চিমের জেলাগুলোয় শীতের আমেজ বেশ জোরালোভাবেই মালুম হচ্ছে ।