পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: সন্ধ্যায় তাপমাত্রা নেমে18 ডিগ্রি, শহরে শীতের আমেজ - শহরে শীতের আমেজ

সবে নভেম্বরের মাঝামাঝি (West Bengal Weather Update) ৷ তার মধ্যেই বঙ্গে পারদ পতন ৷ রবিবার সন্ধ্যায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷

West Bengal Weather Update
ETV Bharat

By

Published : Nov 14, 2022, 7:06 AM IST

কলকাতা, 14 নভেম্বর:বাতাসে হিমের পরশ জোরালো ভাবে অনুভূত হচ্ছে (West Bengal Weather Update)। পারদ পতনে দুয়ারে শীত মনে হলেও, এখনই শীতের আগমন বঙ্গে ঘটবে কি না তা বলা যাচ্ছে না ৷ তাপমাত্রা আরও কয়েকদিন নিম্নমুখী থাকবে । হাওয়া অফিস সূত্র খবর, গত 24 ঘন্টায় ফের পারদ পতন দক্ষিণবঙ্গে । 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 2 থেকে 3 দিন দুই বঙ্গের তাপমাত্রা আরও 1 থেকে 3 ডিগ্রি কমার পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের কোনও প্রভাব নেই। দুই বঙ্গেই আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়ায় থাকবে।

অন্যদিকে কলকাতা ও তার আশপাশের এলাকাগুলোতেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কমেছে (IMD Weather Forecast)। রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী 4 থেকে 5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহূর্তে তেমন কোনও ঘুর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় দক্ষিণবঙ্গে জন্য আগামী 5 দিন পরিষ্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কমে গিয়েছে ৷ আগামী দু‘ দিনে আরও তিন ডিগ্রি কমে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:কী বলছে আজকের বাজার দর ? জেনে নিন বিশদে

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 5দিন আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র পাহাড়ী এলাকায় দু‘-এক জায়গায় 16 নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু’ দিনে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সকালে তাপমাত্রা 18.8 ডিগ্রির কাছাকাছি ছিল। যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 92 শতাংশ। সোমবার দিনের বেলা আকাশ রৌদ্রজ্বল থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।

ABOUT THE AUTHOR

...view details