কলকাতা, 14 নভেম্বর:বাতাসে হিমের পরশ জোরালো ভাবে অনুভূত হচ্ছে (West Bengal Weather Update)। পারদ পতনে দুয়ারে শীত মনে হলেও, এখনই শীতের আগমন বঙ্গে ঘটবে কি না তা বলা যাচ্ছে না ৷ তাপমাত্রা আরও কয়েকদিন নিম্নমুখী থাকবে । হাওয়া অফিস সূত্র খবর, গত 24 ঘন্টায় ফের পারদ পতন দক্ষিণবঙ্গে । 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 2 থেকে 3 দিন দুই বঙ্গের তাপমাত্রা আরও 1 থেকে 3 ডিগ্রি কমার পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের কোনও প্রভাব নেই। দুই বঙ্গেই আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়ায় থাকবে।
অন্যদিকে কলকাতা ও তার আশপাশের এলাকাগুলোতেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কমেছে (IMD Weather Forecast)। রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী 4 থেকে 5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহূর্তে তেমন কোনও ঘুর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় দক্ষিণবঙ্গে জন্য আগামী 5 দিন পরিষ্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কমে গিয়েছে ৷ আগামী দু‘ দিনে আরও তিন ডিগ্রি কমে যাবে বলে মনে করা হচ্ছে।