কলকাতা, 13 ডিসেম্বর: সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি থাকলেও শীতের আমেজ কিছুটা হলেও ফিরেছে ৷ ভোর এবং সন্ধ্যার দিকে গায়ে হালকা গরম জামা দিলে অস্বস্তি হচ্ছে না ৷ যদিও দিনের রোদের নরম আমেজ এখনও পুরোপুরি আসেনি ৷ গা না-পুড়লেও বেশি সময়ের রোদে অস্বস্তি হচ্ছে (West Bengal Weather) ৷
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে শীতের এই পারফরম্যান্স জমিয়ে ঠান্ডার দেরিতে আগমনের বার্তা দিচ্ছে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক'দিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নীচে নেমে গিয়েছিল ৷ এখন তা নেই ৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা ছাড়া সমতলের জেলাগুলিতে ঠান্ডা সেভাবে অনুভব হচ্ছে না ৷ অথচ হাওয়া অফিস জানিয়েছে, উত্তুেরে ঠান্ডা বাতাস রাজ্যে ঢুকতে শুরু করেছে ৷ আবহাওয়ায় শুষ্কতা অনুভূত হচ্ছে ৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷