6 ডিসেম্বর, কলকাতা: প্রত্যাবর্তনের হাত ধরে ঠান্ডার হালকা রেশ থাকছে বঙ্গে ৷ ফলে আপাতত রাজ্যে শীতের আমেজ বজায় থাকছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে ৷ আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে ৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে শীত একটু বেশি অনুভূত হবে ৷ আগামী ক'দিনে এই জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়তে পারে (IMD Kolkata Weather Forecast) ৷
সোমবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27.6 ডিগ্রি এবং 15.9 ডিগ্রি সেলসিয়াস, দু'টিই স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ মঙ্গলবারও রোদ ঝকঝকে আকাশ থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ ফলে সামান্য হলেও ঠান্ডা কমবে ৷