আগামি কয়েকদিনে রাজ্যে গরম বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস কলকাতা, 8 মে:ঘূর্ণিঝড় মোকা-র গতিপথ কী হতে পারে তা সম্পর্কে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর ৷ ঘূর্ণিঝড়ের বাংলার আছড়ে পড়ার আশঙ্কা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েকদিন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভবনা নেই বলে মনে করছে হাওয়া অফিস । আর তার জেরে নতুন করে বাড়তে শুরু করেছে উত্তাপ। ঘর্মাক্ত গরম অবশ্যই নয় অস্বস্তি বাড়াচ্ছে শুকনো গরম।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রবিরার রাতে বলেন ,"তাপমাত্রার যে বৃদ্ধি শুরু হয়েছে তা 10 তারিখ পর্যন্ত চলবে । দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় গরম বাড়বে । তবে তাপপ্রবাহের সতর্কতা এখনই দেওয়া হচ্ছে না । পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম, পানাগড়ে ইতিমধ্যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে । কলকাতাতে রবিবার তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস । তাপপ্রবাহ হবে কি না তা এখনই বলছি না । বরং পরিস্থিতি দেখতে চাই ।"
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । অন্তত 10 তারিখ পর্যন্ত সেইরকম কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে না । তার আগে জ্বালা ধরা গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে ৷ অন্যদিকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
এই প্রসঙ্গেই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমীঝঞ্জা না-থাকায় উত্তর পশ্চিম দিক থেকে আসা হাওয়া আমরা পাচ্ছি । নিম্নচাপ তৈরি হয়ে গেলে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের দাপট বাড়বে । এখনও পর্যন্ত যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজ তা নিম্নচাপে পরিণত হবে । এরপর যা হবে তা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই হবে । 11 তারিখ পর্যন্ত এইরকমই পরিস্থিতি চলবে । তারপর ঠিক কী হবে সেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ৷"
আরও পড়ুন: আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে কোন রাশি ? জানুন রাশিফলে
গরম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে । কোথাও কোথাও পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে । এপ্রিলের পরে মে মাসেও খরতাপে পুড়বে বঙ্গ সেই আশঙ্কা রয়েছে হাওয়া অফিসের । রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85 শতাংশ । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ সোমবার আকাশে রোদ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷