কলকাতা, 16 জুন: ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গে গরমের লেশমাত্র নেই । ফ্যান কিংবা শীততাপ-নিয়ন্ত্রিত যন্ত্র না চালিয়েও দিব্যি থাকা যাচ্ছে । কিন্তু দক্ষিণবঙ্গ পরিস্থিতি ঠিক উলটো ৷ এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা এতটাই বেড়েছে যে গরমের হাসফাঁস অবস্থা ৷ আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে ৷ 18 তারিখের পর থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় থেকে সেইরকমই পূর্বাভাস মিলেছে ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা উত্তরবঙ্গের থেকে ভিন্ন । বৃষ্টির দেখা কার্যত নেই । অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমে জেরবার মানুষ । দিন এবং রাত সবসময় অস্বস্তিকর পরিস্থিতি। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আট থেকে সাড়ে নয় ডিগ্রি বেশি ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে ।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, বাংলায় বর্ষার প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত সেটি মালদার উপরে অবস্থান করছে । রবিবারের আগে বর্ষা নয় দক্ষিণবঙ্গে । 19 থেকে 21 তারিখের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু । তার জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে সোমবার পর্যন্ত । 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে । পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমি ধসের সম্ভাবনা থাকছে । অতি বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ।
উত্তরবঙ্গে গরম থেকে রেহাই পেলেও এখনই স্বস্তি মিলবে না দক্ষিণবঙ্গে ৷ রবিবার পর্যন্ত তাপপ্রবাহ দক্ষিণবহঙ্গে । তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে । বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে । বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ যদিও তা গরমে স্বস্তি নিয়ে আসার পক্ষে যথেষ্ট নয় কোনওভাবেই ৷ এদিকে রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় । বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে।