কলকাতা, 20 জুন: বঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে । প্রথমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও গৌড়বঙ্গে বর্ষা আটকে ছিল । তার জেরে রাঢ়বঙ্গ এবং গাঙ্গেয় বঙ্গের বাসিন্দাদের ত্রাহি মধুসূদন দশা । পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বেশ বাড়ছিল ৷ অস্বস্তিকর ভ্যাপসা গরমে বঙ্গবাসী কাহিল হয়ে পড়েছিল । বিক্ষিপ্ত বৃষ্টি খানিক স্বস্তি দিলেও, পুরোপুরি স্বস্তি দিতে পারেনি ৷ অবশেষে বর্ষা এল কলকাতায় । নির্ধারিত দিনের সাত দিন পর মৌসুমী বায়ু এসেছে দক্ষিণবঙ্গে ।
মৌসুমী অক্ষরেখা সরে এসে অবস্থান করছে ক্যানিং, শান্তিনিকেতন এবং দুমকার উপর । দক্ষিণবঙ্গের কলকাতা, নদীয়া ,উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে এই অক্ষরেখা অবস্থান করছে । আর দুদিনের মধ্যে গোটা বাংলা জুড়ে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ুর অবস্থান হবে। আলিপুর আবহাওয়া দফতররে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে । লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় । আগামী কয়েকদিন অতিভারী বৃষ্টির প্রভাবে এই সকল এলাকায় তাপমাত্রা কমবে । অতি বৃষ্টির কারণে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে ।
মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে তাপপ্রবাহ উধাও হয়েছে । এতদিন যে হিট ওয়েভের তালিকা হাওয়া অফিস প্রকাশ করছিল তা সোমবার প্রকাশ হয়নি । দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা । আগামী 48 ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া তেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে । বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে । বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে এবং কলকাতাতেও ।