কলকাতা, 2 অক্টোবর: উৎসবের মেজাজে বাঙালি ৷ কেনাকেটা থেকে ঘর সাজানো সব কিছু চলছে জোর কদমে ৷ তার মধ্যে বৃষ্টির আশঙ্কা যেন বার বার তাড়া করে বেড়াচ্ছে ৷ উৎসবের বৃষ্টি কাঁটা হবে কি না তা নিয়ে অবশ্য আলিপুর আবহাওয়া দফতর এখনই কিছু জানাতে পারছে না ৷ তবে বর্ষার গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে । যদিও দেশের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে ধীরে হলেও বর্ষা পাততাড়ি গোটানো শুরু করেছে। বঙ্গেও বর্ষা বিদায়ের গতি শ্লথ । ফলে নিশ্চিতভাবে না হলেও, 15 অক্টোবরের আশেপাশে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর ।
আলিপুরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করেছে । এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টিপাত চলবে । কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে । বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত উপকূলের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ।"