কলকাতা, 7 জুলাই:এবার পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ভরা বর্ষায় ৷ তাই বৃষ্টি সম্ভাবনা থাকাটাই স্বাভাবিক। ভরা বর্ষার আবহাওয়া গনতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব পালনে বাধা হবে কি না তা নিয়ে জল্পনা চলছে। তবে বৃহস্পতিবার রাতে হাওয়া অফিস জানাল পঞ্চায়েত ভোটে বৃষ্টি কাঁটা হবে না ৷ মাঝে মধ্যে কয়েক পশলা বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় দুর্যোগের কোনও আশঙ্কা নেই ৷ ভোটের আর মাত্র 24 ঘণ্টা বাকি ৷ এমতাবস্থায় হাওয়া অফিসের এই পূর্বাভাস প্রশাসনকে স্বস্তি দেবে।
বর্ষা রাজ্যে প্রবেশের পরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হয়নি ৷ আলিপুর আবহাওয়া দফতরের আগামী পাঁচদিনের পূর্বাভাস থেকে জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে বৃষ্টি কাঁটা হবে এমন আশঙ্কা নেই । 7 থেকে 11 জুলাই এই পাঁচদিনে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
মালদা এবং দুই দিনাজপুরে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । আগামী 5 দিন এই তিনটি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণেই বৃষ্টি হবে। ইতিমধ্যেই তিস্তার জলস্তর নামতে শুরু করেছে । ফলে পঞ্চায়েত নির্বাচনে বৃষ্টি হলে প্রশাসনকে যে সমস্যার মধ্যে পড়তে হত তার থেকে রেহাই মিলেছে । যদিও যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে প্রশাসন সমস্ত ধরনের প্রস্তুতি সেরে রেখেছে।