কলকাতা, 5 ডিসেম্বর:পূর্বাভাস মতই দেশের দক্ষিণভাগের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। ওড়িশা উপকূল পেরিয়ে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি পড়বে না বলে আবহাওয়া দফতর সূত্রের খবর ৷ মিগজাউমের প্রভাবে আপাতত বঙ্গে আকাশ মেঘলা থাকাবে ৷ পাশাপাশি আগামী তিন দিন হালকা বৃষ্টির পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস সূত্রে ৷ তবে ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এর প্রভাব বঙ্গে খুব একটা না পড়ায় আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকেও কোনও সতর্কতা জারি হয়নি।
হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘূর্ণিঝড় মিগজাউমের অবস্থান 90 কিলোমিটার পূর্ব ও পূর্ব-উত্তর চেন্নাইয়ে ৷ ঘূর্ণিঝড়টি আজ ডিসেম্বর বিকেল চারটের সময় অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ৷ তবেএই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না ৷"
কিন্তু কোনও প্রভাবই কি পড়বে না ? আবহাওয়া দফতরের পক্ষ থেকে সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এখানে মেঘ ঢোকা শুরু হয়ে গিয়েছে । এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এবং সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন নেই। যেমন বাড়ছে তেমনই বাড়বে ৷" তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । পাশাপাশি কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকবে । উপকূলবর্তী তিন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবাহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান আগামিকাল 6 ডিসেম্বর থেকে 'মিগজাউম'-এর দাপট কমবে ।