কলকাতা, 5 অক্টোবর:অবশেষ দেখা গেল আশার আলো ৷ জানা গেল, শক্রবার বিকেল থেকে কমবে বৃষ্টির দাপট ৷ বৃহস্পতিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ মঙ্গলবার যে নিম্নচাপটি দক্ষিণ ঝাড়খণ্ড এবং আশেপাশের অঞ্চলে অবস্থান করছিল তা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, ঝাড়খণ্ড অবস্থান করেছে । পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে । সেটির অভিমুখ দক্ষিণ দিকে। যার ফলে 6 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তবে এদিন বিকাল থেকে বৃষ্টি কমবে ।
নিম্নচাপের বর্তমান অবস্থানের কারণে ঝাড়গ্রাম, দুই 24 পরগনা, দুই মেদনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি চলবে আজ । বৃষ্টির দাপট থেকে রেহাই পাবে না মুর্শিদাবাদ, বীরভূমও ৷ ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খারাপ ৷ তিস্তানদীর জলস্তর বেড়ে গিয়েছে কয়েকফুট ৷ বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে ৷ ভেসে গিয়েছে বাড়িঘর ৷ তিস্তানদী তীরবর্তী বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ পাশাপাশি মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত বিচ্ছিন্ন সিকিম। উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর এতটাই বেড়েছে যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। প্রশাসনের তরফে নজরদারি চলছে । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।