পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিতেই ঘূর্ণিঝড়! আশঙ্কা বাড়িয়ে ডিসেম্বরেও নিম্নচাপের কাঁটায় আটকে শীত - নিম্নচাপ

WB Weather Update: সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎপ্বার্শবর্তী আন্দামান সাগরের উপর । আগামী 24 ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে । রবিবার 3 ডিসেম্বর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে । তার জেরেই বাধা শীতের আগমনে ৷

WB Weather Update
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 7:00 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম' ৷ একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎপ্বার্শবর্তী আন্দামান সাগরের উপর । এই নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী 24 ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে । গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এর অবস্থান হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম বঙ্গোপসাগরের উপরে । রবিবার 3 ডিসেম্বর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। চার তারিখ সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকুলের কাছাকাছি পৌঁছবে । এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷

ডিসেম্বরের প্রথম সপ্তাহেও শীতের আগমনে কাঁটা ঘূর্ণিঝড় । কিন্তু সত্যিই কি দূর্যোগ দানা বাঁধছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার 3 ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । সোমবারও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে । নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্প ভরা মেঘের সঞ্চার হবে । যার ফলে নতুন করে তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই । আপাতত 4 ডিসেম্বর পর্যন্ত ঠান্ডার কোনও প্রভাব না বঙ্গে ৷ ফলে ঠান্ডার শিরশিরানি বদলে এখন বৃষ্টির সম্ভাবনা বঙ্গের আকাশে ।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই । বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোাচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 94 শতাংশ । শুক্রবার দিনের বেলা আকাশ পরিস্কার থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. সপ্তাহান্তে ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ কোন কোন রাশিতে, জেনে নিন
  2. ঠান্ডা পড়লেই জবুথবু ? রাগির তৈরি এই খাবারগুলি পাতে থাকলেই সমস্যা গায়েব
  3. জিতের জন্মদিনে অভিনেতাকে ঘিরে আবেগী দুই কনিষ্ঠা অভিনেত্রী

ABOUT THE AUTHOR

...view details