কলকাতা, 11 জানুয়ারি:অবশেষে জমিয়ে শীত ৷ আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি নামবে। এক কথায় শীত ফিরতে চলেছে বঙ্গে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । মকর সংক্রান্তিতে শীত পড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷
কেন আবহাওয়ার এই পরিবর্তন ? আলিপুর আবহাওয়া দফতরের নয়া পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, তাপমাত্রার পতন দু’টো কারণে হয় । মেঘলা আকাশ থাকলে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু আকাশ মেঘমুক্ত ও রৌদ্রজ্বল হলে তাপমাত্রার পারদের পতন হয় ৷ ঠান্ডা বৃদ্ধি পায় । বঙ্গে তাপমাত্রার কারণ বিশ্লেষণ করেই তিনি বলেন, "এখন আমাদের অঞ্চলের উপর কোনও সিস্টেম নেই । অ্যান্টি সাইক্লোনিক অবস্থা থাকায় আকাশ পরিস্কার ও রৌদ্রজ্বল। পাশাপাশি আমাদের অঞ্চলে এখন উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস অবাধ প্রবেশ করছে । আমরা অনুমান করছি আগামী 2 থেকে 3 দিন পারদ উল্লেখযোগ্য ভাবে নীচে নামবে । পারদ 2 ডিগ্রির বেশি নীচে নামলেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন বলে থাকি। এক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে ।"