পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, কলকাতায় পারদ নামল 8 ডিগ্রি - West Bengal Weather

গরমের শুরুতেই তাপমাত্রায় পতন চোখে পড়ার মতো (West Bengal Weather Update) ৷ আগামী 20 মার্চ পর্যন্ত রাজ্যে বজ্র বিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি এবং শিলা বৃষ্টির পর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

West Bengal Weather Update
প্রতিকী ছবি

By

Published : Mar 18, 2023, 7:06 AM IST

কলকাতা, 18 মার্চ: চৈত্রের শুরুতেই এক ধাক্কায় কলকাতায় পারদ নামল 8 ডিগ্রি । গরমের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রার এতটা পতন চমকে দেওয়ার মতো । হাওয়া অফিস ইতিমধ্যেই আগামী 20 মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি থেকে শুরু করে শিলা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। তার জেরে বেড়ে চলায় পারদের গতিতে রাশ পড়বে, সেকথাও জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পশ্চিমের জেলাগুলোতে দিন পাঁচেক আগেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল । বৃহস্পতিবার রাতে কলকাতাও মরসুমের প্রথম ঝড় বৃষ্টির স্বাদ পেয়েছে। শুক্রবার সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন । সামান্য বৃষ্টিও হয়েছে । শনিবারও পরিস্থিতি প্রায় একইরকম থাকবে ।

কেন মেঘে ঢেকেছে আকাশ ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উপর (Strom Alert in Bengal) । সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত । আরও একটি অক্ষরেখা দক্ষিণভারতের তামিলনাড়ু থেকে কোঙ্কন হয়ে কর্ণাটক এবং গোয়া পর্যন্ত বিস্তৃত । পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে আরও একটি ঘুর্ণাবর্ত রয়েছে রাজস্থান পর্যন্ত । পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড ও পশ্চিমবাংলার উপর দিয়ে বিস্তৃত হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে । এরফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে । যার জেরে এই ঝড় বৃষ্টির পরিস্থিতি । বৃষ্টির জেরে পারদ নেমেছে। সোমবার 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি বাড়বে আজ এবং আগামিকাল । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে ।

আরও পড়ুন:সপ্তাহান্তে ভালোবাসার মানুষের সঙ্গে নিভৃতে সময় কাটাবেন কোন রাশি !

রাজ্যের উপর দিকের পাঁচটি জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে । কালবৈশাখী ঝড় ছাড়াও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে আজ এবং আগামিকাল বৃষ্টির পরিমাণ বাড়বে । শুক্রবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.1 এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 87 শতাংশ । আজ শনিবার দিনের বেলা আকাশ মেঘলা থাকবে । ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে । এক কথায় ঝড় বৃষ্টির হাত ধরে চৈত্রের শুরুতে গরম নয় হঠাৎ বর্ষা ।

ABOUT THE AUTHOR

...view details