কলকাতা, 10 এপ্রিল:এমনিতেই গরমে রক্ষা নেই এবার দোসর হতে চলেছে আর্দ্রতা। বাংলা বছরের শেষ লগ্নে গরম যেন রিঙ্কু সিংয়ের মেজাজে ব্যাট করছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম যে মাত্রাছাড়া হবে তার পূর্বাভাস মৌসম ভবন আগেও দিয়েছিল । আলিপুর আবহাওয়া দফতরও গরমে নাজেহাল হওয়ার সতর্কতা জারি করেছিল । সেভাবে সোমবার থেকে পারদ আরও চড়ার পূর্বাভাসও দেওয়া আছে ।
সারা গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তাপমাত্রা । হাওয়া অফিস সূত্রে খবর, এই পরিস্থিতি চলবে আরও কিছুদিন । ঝড় বৃষ্টি হলে গরম কমতে পারত। কিন্তু এখন সেটাও হবে না । বরং কয়েকটি জেলায় বাংলা বছরের শেষ ভাগে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে । চড়তে থাকা তাপমাত্রা । আর্দ্রতার কারণে প্রানান্তকর পরিস্থিতিও তৈরি হবে বলে অনুমান করা যায় ।
রবিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস । পানাগড়ে ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস । কৃষ্ণনগরে ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস । পুরুলিয়ায় ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস । শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস । হলদিয়ার তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস । ব্যারাকপুর দমদম এবং সল্টলেকে তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি । হাওয়া অফিসের পূর্বাভাস অনুয়ায়ী চলতি সপ্তাহে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে পারদ 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে । জেলায় পারদ 40 ডিগ্রি পার করতে পারে ।