কলকাতা, 3 জুন:প্যাচপ্যাচে গরমে অতিষ্টকর অবস্থা। ভোর থেকে আর্দ্রতা জনিত গরম এতটাই অসহ্য হয়ে উঠছে যে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে । একাধিকবার স্নান করেও গরমের হাত থেকে রেহাই মিলছে না । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি মাসের প্রথম সাতদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে । তারপর থেকে অবশ্য কমতে পারে গরম । আপাতত পশ্চিমের জেলাগুলোতে লু বইবে সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে পৌঁছবে।
আবহওয়াবিদদের মতে প্রবল তাপে পুড়বে দক্ষিণবঙ্গ । শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও তৎসংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে । শুক্রবার রাজ্যের উষ্ণতম অঞ্চল ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস । দ্বিতীয়স্থানে আছে সিউড়ি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস । কৃষ্ণনগর, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান, পুরুলিয়াতেও পারদ 41 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল ৷
এদিন কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.8 সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । শনিবার এবং রবিবার সকালের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও, বিকেলেরপর থেকে আবহওয়ার পরিবর্তন হবে ৷ উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ।