কলকাতা, 4 জুন:অস্বস্তিতে কাটতে আর কতদিন? প্রশ্নটা সহজ হলেও উত্তর জানা নেই। পরিস্থিতি যা তাতে গরমের জ্বালা থেকে রেহাই দিতে বর্ষাই ভরসা ৷ কিন্তু জৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে গরম যেভাবে আইপিএল মার্কা ব্যাটিং করে চলেছে তাতে ত্রাহি ত্রাহি রব বাংলা জুড়ে । পাহাড় থেকে সমুদ্র কোথাও স্বস্তির দেখা নেই । তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও, গরম বেশ ভালোই ।
জুন মাস মানেই বর্ষার আগমনী । কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের ডিউটি অফিসার জিসি সাউ শনিবার জানান, মৌসুমী বায়ু প্রবেশের কোনও খবর তাদের কাছে আপাতত নেই । ফলে জৈষ্ঠ পেরিয়ে আষাঢ় দরজায় টোকা দিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই ৷ হালকা বৃষ্টি হলেও বাড়তে থাকা তাপমাত্রায় কতটা রাশ পড়বে তা বলা যাচ্ছে না ।
শনিবার রাজ্যের মধ্যে উষ্ণতম জেলা ছিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া ৷ এদিন সেখনকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয়স্থানে ছিল উত্তরবঙ্গের মালদা ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস । আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস । এছাড়া শ্রীনিকেতন, বহরমপুর, মগরা, বর্ধমান, পুরুলিয়া, ব্যারাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি অতিক্রম করে 39 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে ।