কলকাতা, 25 নভেম্বর: পারদ পতনেও শীতের দ্রুত আগমনের কোনও ইঙ্গিত দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামিকাল থেকে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির হতে চলেছে বলে খবর। এই নিম্নচাপের শক্তি বৃদ্ধির উপর শীতের আগমন নির্ভর করবে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা ৷ যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং তা পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করে তা-হলে শীতের আগমনে তাল কাটতে পারে । তাই বলা যায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নীচে নামলেও তা শীতের দ্রুত আগমনের বার্তা বহন করছে না। আপাতত রবিবার নিম্নচাপ তৈরির প্রক্রিয়ার উপর শীতের গতি প্রকৃতি নির্ভর করছে।
বঙ্গ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী । উত্তরবঙ্গে ঠান্ডার শিরশিরানি একটু বেশিভাবে অনুভূত হচ্ছে । তরাই ও ডুয়ার্স অঞ্চলে রাতের তাপমাত্রা 15-16ডিগ্রিতে নেমে গিয়েছে । দক্ষিণবঙ্গের পরিস্থিতিও অনেকটা একই রকম ৷ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রিতে ঘোরাফেরা করছে । বিশেষ করে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আমেজ বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে । কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও 20 ডিগ্রির নীচে নেমে গিয়েছে । ফলে গত কয়েকদিনের তুলনায় ঠান্ডার শিরশিরানি বেশি অনুভূত হচ্ছে । হেমন্তে এই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নীচে নামল । কলকাতা সংলগ্ন দমদমে রাতের তাপমাত্রা 18 ডিগ্রির ঘরে ছুঁয়েছিল ।