নতুন বছরেও ঠান্ডার প্রত্যাবর্তন দেরিতেই কলকাতা, 30 ডিসেম্ববর: আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই পূর্বাভাস ছিল বছরের শেষ কয়েকদিন উষ্ণতায় কাটবে ৷ নতুন বছরের প্রথম সপ্তাহেও শীতের দ্বিতীয় ইনিংস শুরু হবে না। সেই পূর্বাভাস মিলে গিয়েছে বললে ভুল বলা হবে না। আপাতত আবহাওয়া যেমন চলছে তেমনই চলবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে । হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়েও । পশ্চিমী ঝঞ্ঝা উপর দিয়ে যাওয়ার কারণেই দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে । দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। 5 দিন পর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।
আবহওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুবালি হাওয়ায় জলীয় বাষ্প প্রবেশ করেছে ৷ আর তার ফলে হালকা মাঝারি কুয়াশা সৃষ্টি হতে পারে । দুই বঙ্গেই খুব ভোরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে ৷ পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে যাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ। অন্যদিকে, পূবালী হওয়ার প্রভাব বেশি। এর ফলে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত নেই।
31 ডিসেম্বরের থেকে জানুয়ারি মাস পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । মোটের উপর একই রকম আবহাওয়া থাকবে আগামী 7 দিন। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 3.1 এক ডিগ্রি বেশি । আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ ৷ শনিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । ভোরেদিক হালকা কুয়াশার ছিল । সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷
আরও পড়ুন:
- দীর্ঘ সময় ল্যাপটপে কাজ করেন? ট্রিগার ফিঙ্গারের শিকার হতে পারেন আপনি! জেনে নিন প্রতিরোধের উপায়
- লো-কার্ব ডায়েট খেলেও কি দ্রুত বাড়ছে ওজন ? গবেষণা কী বলছে দেখে নিন
- গ্রহের অবস্থান অনুসারে কেমন কাটবে দিন, জেনে নিন