কলকাতা, 17 অক্টোবর: শারদোৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী ৷ তিলোত্তমার বহু প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে ৷ তাই দেবী দর্শনের জন্য এখন আর ষষ্ঠী পর্যন্ত অপেক্ষা করতে হবে না ৷ ইতিমধ্যে প্যান্ডেলগুলিতে উৎসুক জনতার ভিড়ও জমতে শুরু করেছে ৷ এদিকে বঙ্গে বৃষ্টি বিদায়ের পালা ৷
পুজোয় যে বৃষ্টি বাধা হবে না, তা অনেক আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ যে বৃষ্টির অস্বস্তি গত কয়েকদিন আগেও শঙ্কা তৈরি করছিল, তা এখন অতীত ৷ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি অংশ থেকে বর্ষা আগেই বিদায় নিয়েছে ৷ এবার উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পালা ৷ সামান্য বৃষ্টি হলেও তা সেভাবে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
আজ তৃতীয়া। আগামী তিনদিন অর্থাৎ তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে ৷ অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুধুমাত্র আজ তৃতীয়া ও আগামিকাল চতুর্থীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ৷
আজ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87 শতাংশ ৷ সর্বনিম্ন 51 শতাংশ ৷ আজ মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়াতে দিনের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 25 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: পুজো উদ্বোধনে সুব্রতর স্মরণে স্মৃতিমেদুর মমতা, করলেন তাঁর নামে রাস্তা তৈরির ঘোষণা