কলকাতা, 10 অক্টোবর: বর্ষা বিদায়ের ইঙ্গিত মিলছে আবহাওয়ার খামখেয়ালিপনায় ৷ আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ গত কয়েকদিন বৃষ্টি চললেও হঠাৎ তা থেমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম বেড়েছে ৷ আপাতত এই অবস্থা বজায় থাকবে ৷ আগামী 24 ঘণ্টায় শুধুমাত্র উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷
উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 থেকে 48 ঘণ্টায় উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 48 ঘণ্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে ৷ নীচের তিনটি জেলাতেও বৃষ্টি কমবে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের তাপমাত্রা খানিকটা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷
তবে দু-তিন দিন পর থেকে এই অস্বস্তি আর থাকবে না ৷ আবহাওয়া শুষ্ক হবে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছেন, তাতে বাংলা থেকে বর্ষা বিদায়ের জোরালো ইঙ্গিত রয়েছে ৷ ইতিমধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বর্ষা পাততাড়ি গোটাতে শুরু করেছে ৷