পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: দীপাবলিতে রোদ ঝলমলে আকাশ বঙ্গে, শীতে বাধা নিম্নচাপ - Kolkata Weather

আজ কালীপুজো ৷ দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি ৷ হাওয়া অফিসের পূর্বাভাস রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে ৷ তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ তার জেরে সামনের সপ্তাহে বৃষ্টি হতে পারে ৷

ETV Bharat
রোদ ঝলমলে আকাশ

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 9:28 AM IST

Updated : Nov 12, 2023, 9:36 AM IST

আগামী সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে জানালেন আবহাওয়াবিদ শুভেন্দু কর্মকার

কলকাতা, 12 নভেম্বর: হালকা ঠান্ডার অনুভূতিতে যাঁরা শীতবস্ত্র নামানোর তোড়জোড় করছেন, তাঁদের সেই ইচ্ছেতে বোধহয় কিছুদিনের জন্য রাশ টানতে হবে ৷ কারণ, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাব পড়তে পারে ৷ এর প্রভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তাতে শীতের আমেজ ধাক্কা খাবে।

কালীপুজোর সঙ্গেই এখন সময়টা ভরা বিশ্বকাপ ক্রিকেটের ৷ এমন সময়ে হাওয়া অফিস নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি হবে কলকাতায় ৷ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দ্বৈরথের প্রস্তুতি নিয়ে তুমুল উত্তেজনা থাকবে শহরে ৷ এই অবস্থায় বৃষ্টি যদি তাল কাটে তাহলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে ক্রিকেটপ্রেমীদের জন্য ৷

আবহাওয়াবিদ শুভেন্দু কর্মকার বলেন, "আগামী 14 নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে ৷ সেটি পরবর্তীতে ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এর প্রভাবে আগামী 15 তারিখ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা- দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাশাপাশি 16 ও 17 তারিখ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব পড়বে না ৷ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার উত্তরে ঠান্ডা হওয়ার প্রবেশ কমবে ৷ ফলে ঠান্ডা কিছুটা কম থাকবে ৷ শীতের মসৃণ প্রবেশে বড় বাধার নাম পশ্চিমী ঝঞ্ঝা ৷ ফলে মনোরম আবহাওয়ায় এখন যে স্বস্তি পাওয়া যাচ্ছে, তা থমকে যেতে পারে ৷

এদিকে, শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ৷ আজ রবিবার, দীপাবলির দিনে আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন:

1 কালীপুজোর রাতে অর্থ-সমৃদ্ধি বাড়বে কাদের? জানুন রাশিফলে

2 ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ

3 আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

Last Updated : Nov 12, 2023, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details