কলকাতা, 12 নভেম্বর: হালকা ঠান্ডার অনুভূতিতে যাঁরা শীতবস্ত্র নামানোর তোড়জোড় করছেন, তাঁদের সেই ইচ্ছেতে বোধহয় কিছুদিনের জন্য রাশ টানতে হবে ৷ কারণ, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাব পড়তে পারে ৷ এর প্রভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তাতে শীতের আমেজ ধাক্কা খাবে।
কালীপুজোর সঙ্গেই এখন সময়টা ভরা বিশ্বকাপ ক্রিকেটের ৷ এমন সময়ে হাওয়া অফিস নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি হবে কলকাতায় ৷ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দ্বৈরথের প্রস্তুতি নিয়ে তুমুল উত্তেজনা থাকবে শহরে ৷ এই অবস্থায় বৃষ্টি যদি তাল কাটে তাহলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে ক্রিকেটপ্রেমীদের জন্য ৷
আবহাওয়াবিদ শুভেন্দু কর্মকার বলেন, "আগামী 14 নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে ৷ সেটি পরবর্তীতে ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এর প্রভাবে আগামী 15 তারিখ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা- দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাশাপাশি 16 ও 17 তারিখ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব পড়বে না ৷ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার উত্তরে ঠান্ডা হওয়ার প্রবেশ কমবে ৷ ফলে ঠান্ডা কিছুটা কম থাকবে ৷ শীতের মসৃণ প্রবেশে বড় বাধার নাম পশ্চিমী ঝঞ্ঝা ৷ ফলে মনোরম আবহাওয়ায় এখন যে স্বস্তি পাওয়া যাচ্ছে, তা থমকে যেতে পারে ৷