কলকাতা, 12 ডিসেম্বর: শীত বিলাসীদের জন্য জবর খবর ৷ আগামী সাতদিনে শীতের কামড় বেশ ভালোভাবে মালুম হবে বঙ্গে ৷ বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ ও মাঘ শীতকাল ৷ অঘ্রাণের শেষেই শীত এসেছে বাংলায় ৷ ইনিংসের শুরু থেকেই দাপট দেখাচ্ছে ৷ অগ্রহায়ণ মাস শেষ হতে আরও কয়েকদিন বাকি ৷ এর মধ্যে শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে, তাতে মনে হচ্ছে পৌষ ও মাঘ মাসে জমিয়ে শীত পড়বে ।
এই মুহূর্তে কোনও সিস্টেম না-থাকায় উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ ঘটছে বঙ্গে ৷ ফলে পারদ নামছে হু হু করে ৷ শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির আশেপাশে রয়েছে । ফলে শীত বেশ ভালোভাবে মালুম হচ্ছে কলকাতাতেও ৷ ইতিমধ্যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমেছে ৷ আগামী সাতদিনে তা আরও কমে 14 ডিগ্রি ছুঁয়ে ফেলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 11 ডিগ্রিতে ঘোরাফেরা করছে ৷
এদিকে উত্তরবঙ্গে শীত বেশ দাপট দেখাতে শুরু করেছে ৷ উপরের পাঁচটি জেলায় জমিয়ে ঠান্ডা পড়েছে ৷ এমনকী দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে ৷ আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিকাল বুধবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভবনা প্রবল ৷ দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷" বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ৷ দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকা ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷