আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে তা জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কলকাতা, 20 ডিসেম্বর: এই বছরও 'উষ্ণ' বড়দিন ৷ আপাতত 22 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷ এরপর শুক্রবার থেকে পারদ চড়বে ৷ ফলে 25 ডিসেম্বর বড়দিনে জমিয়ে ঠান্ডার আমেজ কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷
হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বনিম্ন তাপমাত্রা বড়দিনে 17 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ ঠান্ডা চলে যাবে বলছি না ৷ তবে এখন যে ঠান্ডা মালুম হচ্ছে, তার তুলনায় কম ঠান্ডা অনুভূত হবে ৷" শীত দারুণভাবে তার ইনিংস শুরু করেও কেন এই পরিস্থিতি ? এই প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু ঠান্ডা কমবে তা নয়, আকাশ কিছুটা মেঘলাও থাকবে ৷ কারণ হিসেবে বলা যায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ৷ যার ফলে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করবে ৷ পূর্ব দিক থেকে বাতাস ঢুকবে ৷ তার জেরে আকাশ আংশিক মেঘলা হবে ৷ আকাশ মেঘলা হওয়ার কারণে দিনের তাপ বেরিয়ে যেতে পারবে না ৷ ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ৷ এখন যা চলছে বড়দিনে তার তুলনায় ঠান্ডা কমবে ৷ তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে ৷"
তিনি আরও জানিয়েছেন, রাজ্যে শীত স্থায়ী হওয়ার পরিস্থিতি নেই ৷ পশ্চিমবঙ্গে শীতকালটা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমের উপর নির্ভর করে ৷ বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হলে ঠান্ডা কমবে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এলে ঠান্ডা কমবে ৷ ফলে টানা একমাস ধরে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি বা তার আশপাশে থাকবে সেটা হবে না ৷ গত কয়েকদিন গরম থাকলে বড়দিনে শীতের আমেজ থাকত ৷ কিন্তু হয়েছে ঠিক উলটো।
আটলান্টিক মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় ৷ এটি আফগানিস্তান এবং ইরান হয়ে পূর্বদিকে এগোতে থাকে ৷ হাওয়া অফিস জানাচ্ছে, জম্মু-কাশ্মীরে বরফ পড়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা ৷ এই ঝঞ্ঝাটি হিমাচল প্রদেশ হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত যায় ৷ এর ফলে বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় ৷ এই অক্ষরেখাটি যতটা নীচে নেমে আসবে, ততই কুয়াশার পরিমাণ বাড়বে ৷ যদি বিহার পর্যন্ত নেমে আসে, তাহলে সেখানে ঘন কুয়াশা দেখা যাবে ৷ আবার কখনও তা যদি বঙ্গের আকাশে নেমে আসে, তাহলে সরস্বতী পুজোর সময় বা শীতকালে বৃষ্টির সম্ভাবনা থাকে ৷ সম্প্রতি যে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বঙ্গের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, তাতে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব ছিল বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ৷ আজ বুধবার রৌদ্রজ্বল আকাশ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷
আরও পড়ুন:
- মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
- লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী, বিষয়টি নিয়ে মুখে কুলুপ উদ্যোক্তাদের
- 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল