পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠান্ডার লম্বা স্পেল চলবে, বঙ্গজুড়ে শীতের ইনিংসে পারদ পতন এখনই নয় - Winter

West Bengal Weather Update: এবছর ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে ৷ জমিয়ে ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী ৷ আপাতত এই মেজাজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
বঙ্গজুড়ে জাঁকিয়ে ঠান্ডা

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 6:43 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর: জাঁকিয়ে ঠান্ডার অনুভূতিতে শীতের উপস্থিতি জানান দিচ্ছে বঙ্গে ৷ চলতি সপ্তাহে এই অনুভূতি আরও বেশি অনুভূত হবে ৷ তবে পারদ পতন সেভাবে হবে না ৷ পৌষ মাসের প্রথম সপ্তাহে শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে, তাতে শীত বিলাসীদের কাছে আশার আলো ৷ শুক্রবার পর্যন্ত এই ঠান্ডার স্পেল চলবে ৷ তারপর ঠান্ডার গতিপ্রকৃতি কোন পথে তা বুঝতে আবহাওয়াবিদরা অপেক্ষা করতে চান ৷

ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বরফ পড়তে শুরু করেছে ৷ সেখানকার শীতল শুষ্ক বাতাস অবাধে বাংলার আকাশে ঢুকছে ৷ এই মুহূর্তে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ তবে উত্তর-পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে, তা প্রধানত শুষ্ক এবং ঠান্ডা প্রকৃতির ৷

ফলে আমাদের রাজ্যের জেলাগুলির তাপমাত্রা যথেষ্ট নীচের দিকে ৷ আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নীচে থাকার কথা বলা হয়েছে ৷ এই পরিস্থিতি আগামী 22 তারিখ পর্যন্ত চলবে ৷

কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা থাকবে ৷ পাশাপাশি দার্জিলিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রির নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 46 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রোদ ঝলমলে থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ফের বাড়ছে করোনা, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
  2. 'এটা পূর্ব পরিকল্পিত', সংসদে হামলা নিয়ে স্পষ্ট অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
  3. মহানগরের বুকে 165 বছরের পুরনো থানা যেন নবাবী মিউজিয়াম, উপভোগ করছে মানুষ

ABOUT THE AUTHOR

...view details