কলকাতা, 21 নভেম্বর: ভোরের ঠান্ডার শিরশিরানি বেলা বাড়লে উধাও ৷ ফের বেলা পড়লে ঠান্ডার অনুভূতি হালকা হলেও ফিরে আসছে । রাতে ঠান্ডার অনুভূতি বাড়ছে । ফ্যান না চালালেও হয় ৷ হালকা মোটা জামা গায়ে দিলে অস্বস্তি হয় না ৷ অগ্রহায়ণ মাসে জগদ্ধাত্রী পুজোর সময় হেমন্তের আবহে এই মতিগতিতে শীতের আগমন বার্তা বলেই মনে হচ্ছে ৷ তবে হাওয়া অফিসের আবহবিদরা জানাচ্ছেন, এই লক্ষণ শীতের আগমনী নয় ৷ এই সময় আবহাওয়া এমনই থাকে ৷ মাঝে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তুরে হাওয়ার সাবলীল প্রবেশে বাধা পড়েছিল ৷
আজ মঙ্গলবার থেকে সেই বাধা সরে যাচ্ছে ৷ ফলে বাতাসে ঠান্ডার শিরশিরানি ফিরবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে ৷ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে ৷ ফলে সেখানে শীতের শিরশিরানি ভালোভাবে অনুভূত হচ্ছে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি রয়েছে ৷
উত্তরবঙ্গে ইতিমধ্যে শীতের আগমনী অনুভূত হচ্ছে ৷ উপরের পাঁচটি জেলায় জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত মিলছে ৷ তবে সমতলে এখনও সেভাবে ঠান্ডার অনুভূতি মেলেনি ৷ সেখানে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা বাধার সৃষ্টি করছে ৷ আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে দক্ষিণ এবং উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে ৷
প্রথম তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা 1-2 ডিগ্রি নামার কথা বলা হয়েছে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন:
- আজ স্বাস্থ্য ভালো যাবে ধনুর, আপনার ভাগ্যে কী আছে ?
- 'হারানোর কিছু নেই', কাতার ম্যাচের আগে অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের
- বিশ্বকাপ ফাইনালের পরদিনই অজিদের বিরুদ্ধে টি-20'র দল ঘোষণা, অধিনায়কের টুপি এবার সূর্যকুমারের মাথায়