কলকাতা, 14 নভেম্বর:ইডেনের মাঠজুড়ে মোটা কভার ৷ পিচ সমেত পুরো মাঠ ঢাকা মোটা আচ্ছাদনে ৷ সাধারণত খেলা থাকলেই ঢাকা থাকে পিচ ৷ তবে এবার বাড়তি সতর্কতা ৷ কারণ, বুধবার ইডেনে ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৷ একদিকে যখন মহা-ক্রিকেট ম্যাচ ঘিরে আয়োজন তুঙ্গে, তখনই বৃষ্টির ভ্রূকুটি ৷ তাই আয়োজকদের এই বিশেষ ব্যবস্থা ৷
আলিপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ, মঙ্গলবার ঘনীভূত হবে ৷ পরবর্তী সময়ে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ তার জেরে বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাহলে ইডেনে ম্যাচ নিয়ে চিন্তা কেন ?
আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ শুক্রবারও কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ হালকা হলেও বৃষ্টি ম্যাচ আয়োজনে প্রভাব ফেলতে পারে বলেই আগাম সতর্কতা নেওয়া হয়েছে ৷
এদিকে গত দু'দিনের তুলনায় শীত শীত ভাব খানিকটা কমেছে ৷ নিম্নচাপের প্রভাব কাটলে ফের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে ৷ অগ্রহায়ণ মাসের প্রথম থেকেই শীতের আমেজ বেশ ভালোভাবে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷