পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে দুয়ারে নিম্নচাপ, ইডেনে বিশ্বকাপের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা - Rain in Eden

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ তার জেরে বৃহস্পতিবার ইডেনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ঘিরে সংশয় দেখা দিয়েছে।

ETV Bharat
বঙ্গে বৃষ্টি

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 6:54 AM IST

Updated : Nov 14, 2023, 6:59 AM IST

কলকাতা, 14 নভেম্বর:ইডেনের মাঠজুড়ে মোটা কভার ৷ পিচ সমেত পুরো মাঠ ঢাকা মোটা আচ্ছাদনে ৷ সাধারণত খেলা থাকলেই ঢাকা থাকে পিচ ৷ তবে এবার বাড়তি সতর্কতা ৷ কারণ, বুধবার ইডেনে ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৷ একদিকে যখন মহা-ক্রিকেট ম্যাচ ঘিরে আয়োজন তুঙ্গে, তখনই বৃষ্টির ভ্রূকুটি ৷ তাই আয়োজকদের এই বিশেষ ব্যবস্থা ৷

আলিপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ, মঙ্গলবার ঘনীভূত হবে ৷ পরবর্তী সময়ে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ তার জেরে বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাহলে ইডেনে ম্যাচ নিয়ে চিন্তা কেন ?

আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ শুক্রবারও কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ হালকা হলেও বৃষ্টি ম্যাচ আয়োজনে প্রভাব ফেলতে পারে বলেই আগাম সতর্কতা নেওয়া হয়েছে ৷

এদিকে গত দু'দিনের তুলনায় শীত শীত ভাব খানিকটা কমেছে ৷ নিম্নচাপের প্রভাব কাটলে ফের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে ৷ অগ্রহায়ণ মাসের প্রথম থেকেই শীতের আমেজ বেশ ভালোভাবে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96 শতাংশ এবং সর্বনিম্ন 49 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

1 আজ সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে মেষের, আপনার ভাগ্যে কী রয়েছে ?

2 এইসব দেশে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারেন

3 ভয়ে কাঁপছে চিতাবাঘ! 26 ঘণ্টা ধরে লুকিয়ে বাড়িতে, কিন্তু কেন? দেখুন ভিডিয়ো

Last Updated : Nov 14, 2023, 6:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details